মানববিহীন শেনঝৌ-২২ মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার দেশটির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এই মহাকাশযানটি তিয়ানগং মহাকাশ স্টেশনে কর্মরত নভোচারীদের ফিরিয়ে আনার জন্য পাঠানো হয়েছে।

খবরে বলা হয়, মহাকাশযানটি শিগগিরই চীনের নিজস্ব তিয়াংগং মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হবে, যেখানে বর্তমানে তিনজন চীনা নভোচারী গবেষণা ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

এর আগে শেনঝৌ-২১ মহাকাশযানটি গত সপ্তাহে তিন নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরে আসে। তবে তাদের ফেরার সময়সূচি নির্ধারিত সময়ের চেয়ে ৯ দিন পিছিয়ে যায়, কারণ মহাকাশযানটি মহাজাগতিক ধূলিকণার (স্পেস ডেব্রি) আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

গত ৫ নভেম্বর চায়না ম্যানড স্পেস এজেন্সি জানায়, শেনঝৌ-২০ মহাকাশযানটি ক্ষুদ্র কক্ষপথীয় ধূলিকণার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং এটি ‘নভোচারীদের নিরাপদ প্রত্যাবর্তনের শর্ত পূরণ করছে না।’ তাই তারা সাময়িকভাবে কক্ষপথেই অবস্থান করেন।

চীনের ষষ্ঠ মানববাহী মহাকাশ মিশন হিসেবে শেনঝৌ-২১-এ তিন নভোচারী ছিলেন, যাদের স্থানীয়ভাবে ‘তাইকোনট’ বলা হয়। সেখানে চীনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী নভোচারীও ছিলেন। এ ছাড়া পরীক্ষামূলক গবেষণার অংশ হিসেবে চারটি ইঁদুরও মহাকাশে পাঠানো হয়।

গত সপ্তাহে শেনঝৌ-২০ মহাকাশযানের মাধ্যমে সেই ইঁদুরগুলো পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে।