লিবিয়ার আল-খুমস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে গেছে। প্রায় একশোর মতো মানুষ নৌকায় ছিলেন।
লিবিয়ান রেড ক্রিসেন্ট শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জানায়, দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন ৯৬ জন।
তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলুকে দেওয়া তথ্যে রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে দুটি নৌকা ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়।
প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্যদের খোঁজে উদ্ধার
দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন ছিলেন—যাদের মধ্যে ৬৭ জন সুদানি, দুইজন মিশরীয় এবং আটজন শিশু ছিল।
ঘটনার পর জরুরি সেবা ও চিকিৎসা সহায়তার দল মোতায়েন করা হয়েছে। জীবিতদের উদ্ধার ও মৃতদের সুরক্ষার কাজও চলছে।
লিবিয়া দীর্ঘদিন ধরে ইউরোপে অনিয়মিত পথে যাওয়ার প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ যাত্রা বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করছে।
এদিকে জাতিসংঘের আইওএম জানিয়েছে, এ বছর মধ্য ভূমধ্যসাগরীয় রুটে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়েছে—অবৈধ নৌযাত্রা নিয়ে নতুন করে সতর্কবার্তা দিচ্ছে এই পরিসংখ্যান।