মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার ভিত্তিতে জীবিত ও মৃত সব ইসরাইলি জিম্মি মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস হামাসের ঘোষণায় সন্তুষ্ট হয়েছেন এবং একে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে দেখছেন। তিনি সব পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে গাজায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আহ্বান জানান। একই সঙ্গে কাতার ও মিশরের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন।

ডুজারিক বলেন, মহাসচিব তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি সব বন্দিকে দ্রুত ও শর্তহীনভাবে মুক্ত করার আহ্বান জানান এবং গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এর আগে হামাস জানিয়েছিল, ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী তারা ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে এবং যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসতে আগ্রহী।

এদিকে হামাসের ইতিবাচক সাড়া পাওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, তারা এখন জিম্মি মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুত। ইসরাইল আরও জানায়, যুদ্ধ শেষ করার প্রক্রিয়া তাদের নির্ধারিত নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ট্রাম্পের দৃষ্টিভঙ্গির আলোকে এগিয়ে নেওয়া হবে।