রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডো প্রদেশে সুনামির ঢেউ আছড়ে পড়েছে।
স্থানীয় সময় বুধবার ( ৩০ জুলাই) সকালে হানাসাকি বন্দরে প্রথম ঢেউটি আঘাত হানে বলে নিশ্চিত করেছে জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।
প্রাথমিক তথ্যমতে, হোক্কাইডো উপকূলে প্রায় ৩০ সেন্টিমিটার বা প্রায় এক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়েছে। দেশটির অন্যান্য উপকূলীয় এলাকাগুলোতেও সুনামি সতর্কতা জারি রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৮ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৮-এর মধ্যে। এই ভূমিকম্পকে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী কম্পন হিসেবে উল্লেখ করা হচ্ছে।
প্রথম ঢেউটি আকারে তুলনামূলকভাবে ছোট হলেও বিশেষজ্ঞরা সতর্ক করছেন—সুনামির ঢেউ সাধারণ জলোচ্ছ্বাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। এমনকি মাত্র ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউও প্রায় ২০০ কেজি ওজনের ধাক্কা সৃষ্টি করতে পারে, যা একজন পূর্ণবয়স্ক মানুষকে আহত করার জন্য যথেষ্ট।
ভূমিকম্পটি অনুভূত হয় স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে, রাশিয়ার কামচ্যাটকা উপদ্বীপ সংলগ্ন এলাকায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৮ হিসেবে জানালেও পরে তা সংশোধন করে ৮.৮ নির্ধারণ করে।
এখন পর্যন্ত রাশিয়ায় এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে যে, উত্তর হোক্কাইডোসহ বিভিন্ন উপকূলে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে এবং তা ধীরে ধীরে দক্ষিণের দিকেও ছড়িয়ে পড়তে পারে।