ভারতের মধ্যপ্রদেশের মান্দাসোর জেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী ভ্যান রাস্তার পাশে থাকা একটি গভীর কুয়োয় পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। তার আগে ভ্যানটি একটি বাইককে ধাক্কা মারে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুর্ঘটনার সময় ভ্যানে ১৪ জন যাত্রী ছিলেন। বাইক আরোহীসহ অনেকে ঘটনাস্থলেই প্রাণ হারান। কুয়োয় পড়ে গাড়ির জানালা ও দরজা আটকে যায়। ফলে অনেকেই ভ্যানে আটকে পড়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

একজন সাহসী স্থানীয় বাসিন্দা কুয়োয় নেমে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও বিষাক্ত গ্যাসে মারা যান।

ঘটনার খবর পেয়ে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত দুজনকে মান্দাসোর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং গুরুতর আহতদের ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সামান্য আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস