বাংলা ভাষার ওপর চলমান ‘ভাষা-সন্ত্রাস’ নিয়ে কড়া অবস্থান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, প্রয়োজনে আবার ভাষা আন্দোলন শুরু হবে। কিন্তু মাতৃভাষাকে রক্ষা করতেই হবে।

কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার এ মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “ভাষা, সভ্যতা এবং সংস্কৃতি—এই তিনটি জাতির মেরুদণ্ড। শিশুরা যেমন প্রথম ‘মা’ উচ্চারণ করে, তেমনি মাতৃভাষায় কথা বলা শেখে। অথচ আজ বাংলা ভাষার ওপর সন্ত্রাস চলছে। যারা বাংলায় কথা বলেন, তাদের নিপীড়নের শিকার হতে হচ্ছে।”

তিনি আরও জানান, বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। সংখ্যার বিচারে এটি বিশ্বে পঞ্চম এবং এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ভাষা। তবুও বাংলায় কথা বলার জন্য কাউকে জেলে যেতে হচ্ছে, কাউকে দেশান্তরিত হতে হচ্ছে—এটা ভাষার প্রতি চরম অবিচার।

বাংলা চলচ্চিত্র, সংগীত ও সংস্কৃতির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মমতা বলেন, “বাংলায় যারা গান গাইছেন, কাজ করছেন, তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। অন্য ভাষাকে অসম্মান করতে বলছি না, তবে বাংলাকে উপেক্ষা করা চলবে না। সব ভাষার মধ্যে সহাবস্থান থাকুক, কিন্তু বাংলা যেন প্রান্তিক না হয়।”

মমতা দাবি করেন, বাংলা হলো নজরুল, বঙ্কিমচন্দ্রের জন্মভূমি। এই ভাষা স্বাধীনতার জন্য লড়াই করেছে, নবজাগরণ এনেছে। অথচ আজ সেই ভাষার ওপর দমন-পীড়ন চলছে।

তিনি বলেন, বাংলার মানুষকে যদি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে গ্রেফতার করা হয়, তাহলে সেই লড়াই দিল্লির রাজপথে হবে। বাংলার মাটি কোনো দুর্বৃত্তের হতে দেওয়া হবে না। প্রয়োজনে আবার ভাষা আন্দোলনের সূচনা হবে।