অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ড গাজায় ইসরাইলি আগ্রাসন থামছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জন নিহত হয়েছেন এবং ৩৪৪ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৪ জনে। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ২৩০ জন।
তাদের দেওয়া তথ্য বলছে, শুধু অনাহার ও অপুষ্টির কারণে গত এক দিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে খাদ্য সংকটজনিত মৃত্যুর সংখ্যা ২৬৩ জনে পৌঁছেছে, যার মধ্যে ১১২ জন শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, চলমান হামলা ও সরঞ্জামের অভাবে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় পড়ে আছেন, কিন্তু জরুরি সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারানোর ঘটনাও ঘটছে। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর এ ধরনের হামলায় ২৭ জন নিহত ও ২৮১ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ ধরনের হামলায় ১ হাজার ৯৬৫ জন নিহত ও ১৪ হাজার ৭০১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। ওই ঘটনায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় ইসরাইলি বাহিনী টানা অভিযান চালিয়ে আসছে।
১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। মার্চে ফের অভিযানে নামে আইডিএফ, যেখানে নতুন করে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৪৪ হাজারের বেশি আহত হয়েছেন।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইতোমধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া গণহত্যার অভিযোগে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখিও রয়েছে।