ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হাতে থাকা সাত ইসরাইলি জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স, প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক সূত্রের বরাতে।
একই সঙ্গে জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, গাজা উপত্যকায় রেডক্রস কর্মকর্তাদের কাছে সাতজন ইসরাইলিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে হামাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) আমাদের জানিয়েছে যে, হামাস সাতজন জিম্মিকে তাদের হাতে তুলে দিয়েছে। বর্তমানে রেডক্রসের দল গাজা উপত্যকা থেকে আমাদের কর্মকর্তাদের কাছে তাদের হস্তান্তরের পথে রয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মুক্তিপ্রাপ্ত সাতজন জিম্মি হলেন, যমজ ভাই গালি ও জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর, এবং গাই গিলবোয়া-দালাল।
জিম্মিদের মুক্তির খবর ছড়িয়ে পড়তেই তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে উল্লাসে ফেটে পড়েন হাজারো মানুষ। তারা একে অপরকে জড়িয়ে ধরেন, জাতীয় পতাকা উড়িয়ে গান গেয়ে আনন্দ প্রকাশ করেন।
অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে জনতার ভিড় বাড়ছে। সেখানে শিগগিরই নাসের মেডিকেল কমপ্লেক্সে শত শত মুক্ত ফিলিস্তিনি বন্দি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে হামাস মোট ২০ জন ইসরাইলি জিম্মির নাম প্রকাশ করে, যাদের মুক্তির বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
বর্তমানে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মির মধ্যে অন্তত ২০ জন এখনো জীবিত আছেন বলে ধারণা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
হামাস সাত ইসরাইলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে আছেন গালি ও জিভ বারম্যানসহ আরও পাঁচজন। বন্দি বিনিময়ের অংশ হিসেবেই এই মুক্তি বলে ধারণা করা হচ্ছে।