জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষে দুই ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। এতে আরও দুই সেনা আহত হয়েছেন বলে শনিবার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
ভারতীয় সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত সংঘর্ষে আহতের সংখ্যা প্রায় ১০ জনে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, কুলগামের ঘন বনাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী শক্ত অবস্থান নিয়েছে এবং সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্দুকযুদ্ধগুলোর একটি।
ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কর্পস সদর দপ্তর এক্সে (টুইটার) এক বার্তায় নিহত লেফটেন্যান্ট নায়েক প্রিতপাল সিং ও হরমিন্দর সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছে, জাতির জন্য কর্তব্যরত অবস্থায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।
প্রতিবেদনে আরও বলা হয়, অভিযান এখনো চলছে। লুকিয়ে থাকা সশস্ত্রদের খুঁজে বের করতে শত শত সেনা অংশ নিচ্ছে এই বৃহৎ সন্ত্রাসবিরোধী অভিযানে। ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করে টার্গেটে হামলা চালানো হচ্ছে। আখালের ঘন আলপাইন বনে সন্দেহভাজন স্থানে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করতেও দেখা গেছে।
শুক্রবার সশস্ত্র গোষ্ঠীর একটি বড় দল উপস্থিত থাকার খবর পাওয়ার পর সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অভিযান শুরু করে, যা পরবর্তীতে তীব্র গোলাগুলিতে রূপ নেয়।
পুলিশ সূত্রের দাবি, সংঘর্ষের শুরুতে পাঁচজন সশস্ত্র সদস্যের উপস্থিতি শনাক্ত করা হয়। তাদের মধ্যে অন্তত তিনজন বিদেশি, যারা জঙ্গলযুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া ধারণা করা হচ্ছে, গুলিবিনিময়ে একজন স্থানীয় সশস্ত্র সদস্যও নিহত হয়েছে।