ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখা আল-কাসসামের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেলআবিব। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি হামাস।

সোমবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গাজা সিটির আল-রিমাল এলাকায় চালানো এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় সূত্র জানায়, একটি ছয়তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভবনটিতে দাঁতের চিকিৎসকের চেম্বারও ছিল। হামলার পর সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক্সে পোস্ট দিয়ে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেটকে “ত্রুটিহীন অভিযানের” জন্য অভিনন্দন জানান। তার দাবি, এটি গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বৃহত্তর পরিকল্পনার অংশ।

আবু উবাইদা আল-কাসসামের শীর্ষ নেতাদের একজন হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ইসরায়েলবিরোধী বার্তা প্রচার করতেন এবং ৭ অক্টোবরের হামলার আগে থেকেই সক্রিয় ছিলেন। ফিলিস্তিনি সমর্থকদের কাছে তিনি এক প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। বয়স আনুমানিক ৪০ বছর।

গত শুক্রবার দেওয়া এক ভাষণে তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, বন্দিদের পরিণতি হবে হামাস যোদ্ধাদের মতোই। এছাড়া গাজায় সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করেছেন, গাজায় চলমান অভিযানে আবু উবাইদার মতো আরও নেতাদের টার্গেট করা হবে।