এবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সোয়া ৪টার দিকে দোহার একটি আবাসিক এলাকায় এ হামলা হয়।

আল জাজিরা জানায়, বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার পর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তাদের বিমান বাহিনী কাতারে হামাসের শীর্ষ পর্যায়ের অবস্থানস্থলে হামলা চালিয়েছে।

কয়েকদিন আগেই ইসরায়েলের সেনাবাহিনী প্রধান এয়াল জামির হুমকি দিয়ে বলেন, বিদেশে থাকা হামাস নেতাদেরও তারা হত্যা করবেন।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘অপরাধমূলক’ হামলা উল্লেখ করে নিন্দা জানিয়েছে।