অস্ট্রেলিয়ার নারী পুলিশ কর্মকর্তা জেড হেন্ডারসন এক ঘণ্টায় ৭৩৩ বার পুল-আপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। অসাধারণ শারীরিক সক্ষমতার এই কীর্তি তাকে বিশ্বজুড়ে আলোচনায় এনেছে।

৩২ বছর বয়সি এই পুলিশ কর্মকর্তা পূর্বের রেকর্ডধারী অস্ট্রেলিয়ান ইভা ক্লার্কের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন। ২০১৬ সালে ক্লার্ক এক ঘণ্টায় করেছিলেন ৭২৫টি পুল-আপ-প্রায় এক দশক পর সেই রেকর্ডকেই ছাড়িয়ে যান হেন্ডারসন।

নিজের সাফল্য নিয়ে হেন্ডারসন জানান, শারীরিক ও মানসিক সীমা পরীক্ষা করার আগ্রহ থেকেই এই যাত্রা শুরু করেছিলেন তিনি। প্রথমে তিনি ২৪ ঘণ্টায় সর্বাধিক পুল-আপ করার রেকর্ড ভাঙার পরিকল্পনা করেছিলেন। বর্তমানে ৭ হাজার ৭৯ পুল-আপের সেই রেকর্ডটি ধরে রেখেছেন আরেক অস্ট্রেলিয়ান অলিভিয়া ভিনসন।

তবে প্রস্তুতির সময় বাইসেপে চোট পাওয়ায় পরিকল্পনা বদলাতে হয় হেন্ডারসনকে। ছয় সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর তিনি পুনরায় অনুশীলনে ফেরেন এবং নিরাপদভাবে এক ঘণ্টায় সর্বাধিক পুল-আপ করার রেকর্ড ভাঙার দিকে মনোযোগ দেন। শেষ পর্যন্ত সেই লক্ষ্যেই সফল হন তিনি।

তথ্যসূত্র: সামা টিভি