আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠককে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ”আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে আলাস্কা ছাড়ার আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভির।
ট্রাম্প বলেন, আজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ভালো একটি আলোচনা হয়েছে। আমার সবসময়ই তার সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল।
ফলাফল সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, পরবর্তী সময়ে কী হয় তা দেখা যাবে, তবে আমি চাই মানুষ মারা যাওয়া বন্ধ হোক।
তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলোকেও চূড়ান্ত সমাধান প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে। একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসবে, যেখানে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অংশ নেবেন।
ইউক্রেনের যুদ্ধ ‘ভূমি বদলের মাধ্যমে’ শেষ হতে পারে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, এ নিয়ে পুতিনের সঙ্গে তার বৈঠকে আলোচনা হয়েছে এবং তাদের মধ্যে মতৈক্য হয়েছে।
ট্রাম্পের ভাষায়, এটি ছিল অত্যন্ত ইতিবাচক বৈঠক। আমি মনে করি আমরা একটি চুক্তির খুব কাছাকাছি। অবশ্যই ইউক্রেনকে যে কোনো সমঝোতায় সম্মতি দিতে হবে। তারা হয়তো না-ও বলতে পারে। তবে আমি জেলেনস্কিকে বলবো—চুক্তি করুন।
বৈঠক প্রসঙ্গে পুতিন জানান, যদি ২০২২ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকতেন, তবে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না।
ট্রাম্পও এর আগে একাধিকবার দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে যদি তিনি ক্ষমতায় থাকতেন, তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত।
পুতিন বলেন, তিনি বাইডেনকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে সামরিক পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কিন্তু সেই সতর্কতা কার্যকর হয়নি।
পুতিনের সঙ্গে বৈঠককে ট্রাম্প মূল্যায়ন করেছেন—১০–এর মধ্যে ১০।” তার ভাষায়, “আলোচনায় আমাদের মধ্যে অসাধারণ বোঝাপড়া হয়েছে।