পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান একই গাছের দুটি শাখার মতো—যাদের শিকড় প্রোথিত ইতিহাস, সংস্কৃতি ও সম্প্রীতির ভিতরে। তিনি জানিয়েছেন, শিল্প, প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে চায়।

শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন মরিয়ম। সামা টিভির খবরে বলা হয়, বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, কৃষি ও শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে।

মুখ্যমন্ত্রী বাংলাদেশের পোশাক শিল্প, ক্ষুদ্রঋণ কার্যক্রম ও নারী ক্ষমতায়নের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে পাঞ্জাব বাংলাদেশে ৫০ হাজার টন উন্নতমানের চাল রপ্তানি করেছে। ভবিষ্যতে আরও রপ্তানি সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

মরিয়ম নওয়াজ আরও জানান, পাঞ্জাব থেকে বাংলাদেশে বিশ্বমানের ল্যাবরেটরি যন্ত্রপাতি, অস্ত্রোপচার সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রী রপ্তানি করা সম্ভব। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ভিসা অনুমোদন প্রক্রিয়া সহজ করায় বাংলাদেশের সরকারের ভূয়সী প্রশংসা করে মরিয়ম এটিকে পারস্পরিক আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেন। এছাড়া, তিনি লাহোর ও ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ জয়েন্ট চেম্বার অব কমার্স গঠনেরও আহ্বান জানান।

বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য পাঞ্জাবে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মরিয়ম বলেন, ‘আমরা বাংলাদেশকে উন্নয়ন সহযোগী হিসেবে দেখি এবং ‘ভিশন ২০৩০–প্রথম নারী’ সম্মেলনে পাঞ্জাবের অংশগ্রহণের অপেক্ষায় আছি।’

বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন পাঞ্জাব সরকারের কল্যাণমূলক উদ্যোগ ও মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নেতৃত্বে নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেন।