রাশিয়ার কামচাটকা অঞ্চলের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয় আবারও সজাগ হয়ে উঠেছে। সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের পর এই আগ্নেয়গিরিতে বড় ধরনের পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে।

আকাশজুড়ে ছড়িয়ে পড়েছে ঘন ছাইয়ের স্তর, যার উচ্চতা প্রায় ৩ কিলোমিটার বলে জানিয়েছে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ভলকানোলজি ও সিসমোলজি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই ইতোমধ্যেই প্রায় ৫৮ কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

আগ্নেয়গিরির ক্রমাগত অগ্ন্যুৎপাতের ফলে আশপাশের আকাশে ছাইয়ের ঘনত্ব বাড়ছে এবং এতে নিচু পথে চলাচলকারী বিমানের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে আঞ্চলিক বিমান চলাচলের জন্য ‘কমলা সতর্কতা সংকেত’ জারি করা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, আগ্নেয়গিরির মুখ প্রায় লাভায় ভরে গেছে এবং যেকোনো সময় লাভা উদগিরণের সম্ভাবনা রয়েছে। এতে পার্শ্ববর্তী এলাকার জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এই অগ্ন্যুৎপাতের পূর্বে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচিত হচ্ছে। ভূমিকম্পের প্রভাবে ৪ মিটার পর্যন্ত সুনামির ঢেউ সৃষ্টি হয়, যা রাশিয়ার উপকূলে আঘাত হানে। ক্ষয়ক্ষতির খবরও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

একইসঙ্গে জাপানের হোক্কাইডো উপকূলসহ বেশ কয়েকটি অঞ্চলেও সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রেও সুনামি সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।