ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা গোটা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংঘাতের সূচনা করতে পারে বলে সতর্ক করেছেন ডেভিড ফিলিপস। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে ক্লিনটন, বুশ ও ওবামা প্রশাসনে কাজ করেছেন। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অতিথি গবেষক।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপস বলেন, “ট্রাম্প বলেছিলেন, কূটনৈতিক সমাধানের জন্য দুই সপ্তাহ সময় রাখা হবে। কিন্তু দেখা যাচ্ছে, সেই সময়সীমা শেষ হওয়ার আগেই হামলা চালানো হয়েছে। এর ফলে এখন ৪০ হাজারেরও বেশি মার্কিন সেনা সরাসরি ঝুঁকির মুখে।”
তিনি আরও বলেন, ইরানি জাতীয়তাবাদ এবং পারস্য জাতির সম্মানকে হালকাভাবে নেওয়া উচিত নয়। “ইরান এখন শুধু ইসরায়েলের নয়, যুক্তরাষ্ট্রের হামলার শিকারও। তাই তারা প্রতিশোধ নেবেই। এটাই তাদের ইতিহাস, কৌশল এবং আত্মমর্যাদার অংশ।”
ফিলিপসের মতে, ইরানের পাল্টা প্রতিক্রিয়ার লক্ষ্য হতে পারে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যজুড়ে থাকা সেনাঘাঁটি, লোহিত সাগর ও অন্যান্য কৌশলগত স্বার্থ। “এই হামলা একবারেই শেষ হবে না। এটি কেবল শুরু, যার পরিণতি হতে পারে আরও বড় ধরনের আঞ্চলিক সংঘাত,” তিনি বলেন।
বিশ্লেষকরা মনে করছেন, এমন হঠাৎ ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে এক জটিল ও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়—গোটা বিশ্বব্যবস্থাতেও গভীরভাবে নাড়া দিতে পারে।