পার্লামেন্ট সদস্যদের বাড়িভাড়া ভাতা বাড়ানো এবং পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যুর পর টানা এক সপ্তাহ ধরে উত্তেজনায় ভুগছে ইন্দোনেশিয়া। দেশজুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সংঘর্ষ ও বিক্ষোভ।

পার্লামেন্ট সদস্যদের বাড়িভাড়া ভাতা বাড়ানো এবং পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যুর পর টানা এক সপ্তাহ ধরে উত্তেজনায় ভুগছে ইন্দোনেশিয়া। দেশজুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সংঘর্ষ ও বিক্ষোভ।পার্লামেন্ট সদস্যদের বাড়িভাড়া ভাতা বাড়ানো এবং পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যুর পর টানা এক সপ্তাহ ধরে উত্তেজনায় ভুগছে ইন্দোনেশিয়া। দেশজুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সংঘর্ষ ও বিক্ষোভ।

এরই মধ্যে রাজধানী জাকার্তার পাশের দক্ষিণ তানগেরাং এলাকায় অবস্থিত দেশটির অর্থমন্ত্রী শ্রী মুলইয়ানি ইন্দ্রবতীর বাসভবনে ভোররাতে হামলা চালায় বিক্ষুব্ধরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুই দফায় সংঘবদ্ধ দলবদ্ধ বিক্ষোভকারীরা তার বাড়িতে ঢুকে লুটপাট চালায়।

প্রথমে মোটরসাইকেলে আসা কয়েক ডজন বিক্ষোভকারী বাসায় প্রবেশ করে। এরপর আরও প্রায় দেড় শতাধিক লোক যোগ দেয় বলে জানিয়েছেন স্থানীয় একজন বাসিন্দা। তাদের দাবি, বাড়ি থেকে টিভি, সাউন্ড সিস্টেম, আসবাবপত্র, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলার সময় অর্থমন্ত্রী বাসায় ছিলেন না। ঘটনার পর সেনা মোতায়েন করা হয় তার বাড়িতে, এবং দেখা গেছে গাড়িতে করে কিছু মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী ছাড়াও আরও কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রীর বাড়িতেও একই ধরনের লুটপাট হয়েছে। কোথাও দামি গাড়ি ভাঙচুর, কোথাও আবার ঘড়ি ও আসবাবপত্র নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, শ্রী মুলইয়ানি ইন্দোনেশিয়ার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। তিনি এর আগে টানা তিনজন প্রেসিডেন্টের অধীনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ্বব্যাংকের উচ্চপদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বর্তমানে দেশজুড়ে বিক্ষোভকারীদের আকস্মিকভাবে এমপি-মন্ত্রীদের বাড়ি লক্ষ্য করে হামলার প্রবণতা বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সোর্স: এএফপি