বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম বলেছেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় অংশগ্রহণের সময় তাকে ইসরায়েলি বাহিনী আটক করেছে।
বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান।
ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক। আমাদের সমুদ্রে আটক করে ইসরায়েলি বাহিনী আমাকে অধস্তন করেছে।
তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল মার্কিন ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে এবং এখনই ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে সকলকে আহ্বান জানান।
শহিদুলের আগে তিনি ফেসবুকে জানিয়েছিলেন যে পরিকল্পনা অনুযায়ী তারা ‘রেড জোন’ নামে পরিচিত বিপজ্জনক এলাকায় যেতে পারবে। রেড জোন হিসেবে তিনি সেই অঞ্চল বোঝান যেখানে আগে ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটক করেছিল। তিনি লেখেন, তাঁদের বহর-‘থাউজেন্ড ম্যাডলিনস’-কয়েকটি ধীরগতির নৌকাকেও পিছিয়ে না পড়তে সহায়তা করছে এবং বর্তমানে তারা রেড জোন থেকে প্রায় সাত হাজার নটিক্যাল মাইলের দূরত্বে ছিল না, বরং পরিকল্পিত গতিতে অগ্রসর হচ্ছিল।
ঘটনার ধরণ, আটককরণের সময় কোথায় এবং আটকজীবনের নুর্দিষ্ট পরিস্থিতি সংক্রান্ত আরও বিবরণ এ ঘোষণা পর্যন্ত পাওয়া যায়নি। শহিদুল আলমের ভিডিওবার্তায় প্রকাশিত বক্তব্যে তিনি নিজের বক্তব্য ও অন্যান্য কমরেডদের উদ্দেশ্যে বার্তা রাখতে দেখা গেল-ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে লড়াই অব্যাহত রাখার আহ্বান।
এ বিষয়ে আন্তর্জাতিক ফ্লোটিলা আয়োজন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এ রিপোর্ট প্রকাশের সময় পাওয়া যায়নি। ঘটনার ব্যাপারে আরও তথ্য পাওয়া বা স্থানীয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদন যোগ করা হবে।