পাকিস্তান চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, পাকিস্তান জে-১০ যুদ্ধবিমান থেকে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতীয় যুদ্ধবিমানগুলোকে ভূপাতিত করেছে। ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ছিল বলে অন্য এক কর্মকর্তা উল্লেখ করেন। ওই কর্মকর্তারা আরও জানান, পাকিস্তান এই অভিযানে আমেরিকার তৈরি এফ-১৬ বিমান ব্যবহার করেনি।
তবে ভারত এখনো তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিতের খবর স্বীকার করেনি। ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সময় এলে তারা আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন।
এর আগে, ফ্রান্সের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছিল, ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এছাড়াও, রয়টার্স বুধবার স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তিনটি ভারতীয় বিমান ভূপাতিতের খবর দিয়েছিল।
অন্যদিকে, পাকিস্তান এর আগে দাবি করেছিল যে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল বিমান।