থাইল্যান্ডে আজ বুধবার রেললাইনে এক দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু ও আরো ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। একটি নির্মাণাধীন উচ্চগতির রেল লাইনের ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ক্রেনটি ট্রেনের ওপর পড়ার ফলে ট্রেনটি রেলপথ থেকে সরে গিয়ে রেললাইনচ্যূত হয়ে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নাখন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থ্যাচাপন চিননাওং এএফপিকে জানিয়েছেন, ‘ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের মৃত্যু এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে।’