ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশু মৃত্যুর সঙ্গে কাশির সিরাপ ‘কোল্ডরিফ’-এর যোগসূত্র পাওয়ার পর তামিলনাড়ু সরকার এ ওষুধের বিক্রি নিষিদ্ধ করেছে। একই সঙ্গে বাজার থেকে সিরাপটি তুলে নিতে নির্দেশ জারি করা হয়েছে।
খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ১ অক্টোবর থেকে তামিলনাড়ুতে এই সিরাপ বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ইতোমধ্যে রাজ্যের কাঞ্চিপুরম জেলার সুঙ্গুভারচাত্রামে অবস্থিত কোম্পানির উৎপাদন কেন্দ্রে পরিদর্শন চালিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য সরকারি ল্যাবরেটরিতে পাঠানো হবে। এতে ‘ডাইথাইলিন গ্লাইকল’ নামক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি রয়েছে কি না, তা যাচাই করা হবে।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরি রাজ্যেও সিরাপটি সরবরাহ করে থাকে বলে জানানো হয়েছে।
শিশুমৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরামর্শ জারি করেছে। এতে দুই বছরের কম বয়সি শিশুদের কাশি-সর্দির ওষুধ প্রেসক্রাইব না করার নির্দেশ দেওয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা দপ্তরের আরেক কর্মকর্তা জানান, ১ অক্টোবর থেকে সিরাপটির বিক্রি বন্ধ এবং বাজারে মজুত থাকা স্টক জব্দের নির্দেশ কার্যকর হয়েছে। এছাড়া, পরীক্ষার ফল না আসা পর্যন্ত কোম্পানির উৎপাদন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।