মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। মাত্র দুই ঘণ্টার অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত বিদেশিকে আটক করা হয়। এসময় রাজধানীর বুকিত বিনতাং এলাকা কার্যত লকডাউন হয়ে যায়। খবর স্ট্রেইটস টাইমস-এর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেন পুত্রজায়া থেকে আসা অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা। নেতৃত্ব দেন ইমিগ্রেশন এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওসমান।
অভিযান শুরু হতেই বুকিত বিনতাংয়ের জালান নাগাসারি ও জালান সিলন এলাকার প্রবেশপথ ও বাহিরের রাস্তা বন্ধ করে দেয়া হয়। মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ছিলেন ১ হাজার ৬০০ জন বিদেশি ও ৮৪৫ জন মালয়েশিয়ান নাগরিক।
আটকদের মধ্যে সর্বাধিক ছিলেন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তার হওয়া ৭৭০ জনের মধ্যে ৩৯৪ জন বাংলাদেশি পুরুষ ও দুইজন নারী। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং অন্যান্য দেশের আরও ৯ জনকে আটক করা হয়েছে।
বাসরি ওসমান জানান, আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ— মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান, বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমোদন ছাড়াই কাজ করা।
বুকিত বিনতাং এলাকাটি দীর্ঘদিন ধরে অনিবন্ধিত অভিবাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এখানে অনেক দোকানপাট ও ছোট ব্যবসা অভিবাসীদের হাতে পরিচালিত হওয়ায় নতুন বিদেশিদেরও টেনে আনে।
আটক হওয়া সবাইকে প্রাথমিকভাবে পুত্রজায়ার ইমিগ্রেশন সদর দপ্তরে নেয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে পাঠানো হবে।