ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। জানা গেছে, ইসরায়েল এবার ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে দু'দফায় হামলা শুরু করেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর তথ্য অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে তারা জানিয়েছে যে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আক্রমণ চালিয়েছে।
এর আগে তেহরানের বাসিন্দারা রাজধানীজুড়ে আবারও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করে।
অন্যদিকে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্র উল্লেখ করে তেহরানে নতুন করে ইসরায়েলি হামলার খবর নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে, শহরের ওপর দিয়ে বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলির শব্দ শোনা যাচ্ছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসরায়েলের গত রাতের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। একই হামলায় দুই পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসিও প্রাণ হারিয়েছেন।