সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চাকরি হারালে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং বেকার ভাতা স্কিম -এ অন্তত টানা ১২ মাস পাবে।

এই সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে হবে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে (iloe.ae)। যেসব কর্মী অনুমোদিত এক্সচেঞ্জ সেন্টার থেকে নগদ অর্থের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করেছেন, তারা আল আনসারি এক্সচেঞ্জ (Al Ansari Exchange)-এর শাখা থেকে নগদ অর্থ সংগ্রহ করতে পারবেন।

তবে বেকার ভাতা পেতে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে:

🔹 আবেদনপত্র চাকরি হারানোর ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।

🔹 বীমা স্কিমের সকল যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

🔹 আবেদন করার আগে আপনার কর্মপরিচয়পত্র (Work Permit) বাতিল করতে হবে—এটি সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও ইমিরাটাইজেশন মন্ত্রণালয় (MOHRE)-এর নির্দেশনা।

যেসব কর্মী নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করেছেন এবং সব শর্ত পূরণ করেছেন, তারা এই স্কিমের আওতায় নির্দিষ্ট সময়ের জন্য বেকারকালীন নগদ সহায়তা পাবেন।

সূত্র: গালফ নিউজ