রয়টার্স,দ্য হুইসলার : নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ জন ডাকাত প্রাণ হারিয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার। কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, উত্তর পশ্চিমাঞ্চলীয় কাতসিনা প্রদেশের ফাসকারি জেলায় পুলিশ, সেনা ও বিমানবাহিনীর সদস্যদের নিয়ে সমন্বিত এক অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার রাতে কাদিসাউ, রাউদামা এবং সাদোম লাইয়িতে শত শত ডাকাতের হামলার জবাবে ওই অভিযান চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় ডাকাতদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীর আঘাতের সামনে টিকতে না পেরে পালানোর সময় বিমান হামলায় ৩০ ডাকাত নিহত হয়। ওই অভিযানে পাঁচ নিরাপত্তা কর্মী এবং এক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলেও জানান মুয়াজু। এছাড়া, আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছে। উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পুরুষদের অপরাধী দলের তাণ্ডব সাম্প্রতিক সময়ে এতোটাই বৃদ্ধি পেয়েছে যে, অনেক স্থানে চলাচল করাই এখন ঝুঁকিপূর্ণ। স্থানীয়ভাবে এরা ডাকাত ব্যান্ডিট নামে পরিচিত। তাদের বিরুদ্ধে হাজার হাজার অপহরণ এবং হত্যার অভিযোগ রয়েছে।
আফ্রিকা
নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ ডাকাত নিহত
নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ জন ডাকাত প্রাণ হারিয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার। কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন,
Printed Edition
