আল-জাজিরা : উগান্ডায় অনুষ্ঠিত ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। বিরোধী করে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। তবে উগান্ডার সেনাবাহিনী এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন ও গুজব’ বলে দাবি করেছে। সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস মগেজি এক বিবৃতিতে জানান, ববি ওয়াইনকে গ্রেফতারের দাবিটি মিথ্যা এবং এটি মূলত সমর্থকদের সহিংসতায় উসকানি দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এর আগে ববি ওয়াইন অভিযোগ করেছিলেন, নির্বাচনের পর থেকে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

পরবর্তীতে তার দল জানায়, সশস্ত্র বাহিনী তার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং তাকে একটি হেলিকপ্টারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এদিকে দেশজুড়ে চলা ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ববি ওয়াইনের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে। আল-জাজিরার প্রতিবেদন, ববি ওয়াইনের রাজনৈতিক কার্যালয় থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করা হলেও সেনাবাহিনী বা পুলিশ তা স্বীকার করেনি।