নিউজিল্যান্ড হেরাল্ড: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে জামফারা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীরা হামলা চালিয়ে একজন ব্যক্তিকে হত্যা করেছে এবং ১৮ জন নারী ও শিশুকে অপহরণ করেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দস্যু’ নামে পরিচিত গবাদি পশু চক্রের আক্রমণকারীরা শুক্রবার ভোরে বিরনিন জারমা গ্রামে হামলা চালায়। এটি এই অঞ্চলে সর্বশেষ সহিংসতার ঘটনা। জামফারা হচ্ছে উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার বেশ কয়েকটি রাজ্যের মধ্যে একটি, যেখানে বছরের পর বছর ধরে ডাকাতদের আক্রমণ চলছে।বিরনিন জারমার বাসিন্দা ইব্রাহিম বেলো বলেন, “স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে যখন লোকেরা ফজর নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন দস্যুরা গ্রামে আক্রমণ করে।”বেলো আরও বলেন, “তারা একটি বাড়িতে ঢুকে একজন পুরুষকে গুলি করে হত্যা করে এবং তার স্ত্রীকে আহত করে। এছাড়াও তারা ১৮ জন নারী ও শিশুকে অপহরণ করে।”পার্শ্ববর্তী শহর বুককুয়ুমের বাসিন্দা লাওয়াল উমর হামলার তথ্য নিশ্চিত করে বলেন, “আক্রমণকারীদের পার্শ্ববর্তী আঙ্কা জেলার বাসিন্দা বলে মনে করা হচ্ছে। সেখানে তারা কাছের একটি জঙ্গলে ক্যাম্প স্থাপন করেছে।”
উমর বলেন, “দস্যুরা গারবা গাম্বো নামে এক কৃষককে হত্যা করার পর তার স্ত্রীকে গুলিবিদ্ধ অবস্থায় রেখে যায় এবং গ্রাম থেকে ১৮ জন নারী ও শিশুকে অপহরণ করে নিয়ে যায়।”তার মতে, দস্যুদের আক্রমণ থেকে এলাকাকে রক্ষা করার জন্য বুককুয়ুমে মোতায়েন করা সৈন্যরা আক্রমণ প্রতিহত করতে গ্রামে যেতে পারেনি। কারণ তখন বিরনিন জারমা ও বুককুয়ুমকে পৃথককারী নদী উত্তাল ছিল।