আল জাজিরা : নেদারল্যান্ডস ১২০ বছর আগে ঔপনিবেশিক শাসনের সময় নাইজেরিয়ার বেনিন রাজ্য থেকে চুরি হওয়া ১১৯টি ঐতিহাসিক ভাস্কর্য আনুষ্ঠানিকভাবে নাইজেরিয়ার কাছে ফেরত দিয়েছে। গত শনিবার লাগোসের জাতীয় জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিদর্শনগুলো হস্তান্তর করা হয়। নাইজেরিয়ার জাতীয় জাদুঘর ও স্মৃতিস্তম্ভ কমিশনের মহাপরিচালক ওলুগবিল হলোওয়ে এই প্রত্নবস্তুগুলোর তাৎপর্য তুলে ধরে বলেন, এগুলো শুধুই বস্তু নয়এগুলো আমাদের আত্মপরিচয় ও অতীতের জীবন্ত প্রতীক। আমরা চাই বিশ্ব আমাদের সঙ্গে ন্যায্যতা, মর্যাদা ও শ্রদ্ধার ভিত্তিতে আচরণ করুক। হলোওয়ে আরও জানান, জার্মানি ১,০০০-এর বেশি নিদর্শন ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা ঔপনিবেশিক আমলে সংগ্রহ করা হয়েছিল। এই ঐতিহাসিক নিদর্শনগুলোকে বেনিন ব্রোঞ্জ নামে অভিহিত করা হয়। এগুলোর মধ্যে ১৬শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে তৈরি ধাতু ও হাতির দাঁতের সূক্ষ্ম ভাস্কর্য রয়েছে। ১৮৯৭ সালে ব্রিটিশ সেনা অভিযানে বেনিন লুণ্ঠনের সময় এগুলো নিয়ে যাওয়া হয়েছিল, যখন রাজা ওভনরামওয়েন নোগবাইসিকে নির্বাসনে পাঠানো হয়।

বর্তমানে চারটি ভাস্কর্য লাগোসের জাতীয় জাদুঘরের প্রদর্শনীতে রাখা হয়েছে, যা পরবর্তীতে জাদুঘরের স্থায়ী সংগ্রহে যুক্ত হবে। বাকি নিদর্শনগুলো ফেরত পাঠানো হবে বেনিনের ঐতিহ্যবাহী শাসক ওবা ইওয়ারে দ্বিতীয়-এর কাছে। উল্লেখ্য, নাইজেরিয়া ২০২২ সালে বিশ্বজুড়ে বিভিন্ন জাদুঘর ও সংগ্রহশালা থেকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদন করে।