রয়টার্স, বিবিসি : পেরুতে ১৩ জন খনি শ্রমিক হত্যায় সন্দেহভাজনকে কলম্বিয়া থেকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার এ খবর জানিয়েছে পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তির নাম মিগুয়েল রদ্রিগেজ ওরফে চুচিলো বা ছুরি।

ইন্টারপোল, পেরু এবং কলম্বিয়া পুলিশের সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ ও খনি মালিকদের বরাতে জানা গেছে, গত মাসে উত্তর পেরুতে পাতাজের একটি স্বর্ণখনি থেকে বেশ কয়েকজন শ্রমিককে অপহরণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় জড়িত অবৈধ শ্রমিকদের সঙ্গে সংঘবদ্ধ অপরাধীদের আঁতাত আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওই অঞ্চলে সহিংসতার মাত্রা এতোটাই লাগামছাড়া হয়ে গেছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় একটি সামরিক ঘাঁটি বসাতে বাধ্য হয়েছে পেরুভিয়ান সরকার। স্থানীয় রেডিও স্টেশন আরপিপির প্রশ্নের জবাবে অভিযুক্ত রদ্রিগেজের আইনজীবী কেভিন দিয়াজ বলেছেন, কলম্বিয়ায় এসে গ্রেফতার হওয়ার আগে তার মক্কেল ভেনেজুয়েলায় অবস্থান করছিলেন।

এর আগে রদ্রিগেজের সঙ্গে কথা বলেছে স্থানীয় এক টেলিভিশন চ্যানেল। ওই সাক্ষাৎকারে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। উল্লেখ্য, পেরুতে মাদক চোরাচালানের চেয়ে স্বর্ণ খনিতে অবৈধ খননকাজে বেশি অর্থের হাতবদল হচ্ছে। সরকারি হিসাবমতে, প্রতিবছর অবৈধ খননকাজে আর্থিক মূল্য তিন থেকে চারশ কোটি মার্কিন ডলার।