রয়টার্স : নাইজেরিয়ার নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠী আইপিওবির (ইন্ডিজিনাস পিপল অব বিয়াফ্রা) অসহযোগ আদেশকে ঘিরে গত চার বছরে সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। গোষ্ঠীটির উদ্দেশ্য হচ্ছে, ইগবো জাতিগোষ্ঠী অধ্যুষিত দক্ষিণ পূর্বাঞ্চলের স্বাধীনতা। ব্রিটিশ বার্তাসংস্থা এ খবর জানিয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, অসহযোগ আন্দোলনের উদ্দেশ্যে প্রতি সোমবার এবং বিশেষ কিছু দিনে জনসাধারণকে ঘরে বসে থাকার আদেশ দেয় আইপিওবি। এই আদেশ না মানার কারণে যেমন তাদের হামলায় মানুষ প্রাণ হারিয়েছে, তেমনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও হতাহতের ঘটনা ঘটেছে।
আফ্রিকা
নাইজেরিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের অসহযোগের শিকার ৭ শতাধিক মানুষ
নাইজেরিয়ার নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠী আইপিওবির (ইন্ডিজিনাস পিপল অব বিয়াফ্রা) অসহযোগ আদেশকে ঘিরে গত চার বছরে সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির