৭ মার্চ, রয়টার্স : অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় আলফ্রেড আঘাত হানার আগে সেখান থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার আঘাত হানতে পারে আলফ্রেড। ব্রিটিশ বার্তাসংস্থা এ খবর জানিয়েছে। ইতোমধ্যেই মুষলধারে বৃষ্টি, বিশাল ঢেউ এবং ঝড়ো বাতাস শুরু হয়েছে এবং অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে আগেই সতর্কতামূলক অবস্থান নিলো কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, উপকূলের দিকে ধীরগতিতে অগ্রসর হচ্ছে আলফ্রেড। এতে দীর্ঘদিন মুষলধারে বৃষ্টি থাকতে পারে। দেশটির তৃতীয় জনবহুল শহর ব্রিসবেনের কাছে ক্যাটাগরি ২ মাত্রা ঝড়ে পরিণত হয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। গতকাল শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি বলেছেন, ডজনখানেক আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এগুলো সর্বশেষ বিকল্প। ঘূর্ণিঝড়ের গতিপথ ব্যাখ্যা করে তিনি বলেছেন, যদি আপনার এই এলাকার আশেপাশে অবস্থান করে থাকেন, তবে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরিকল্পনা মাথায় রাখুন। আর যদি সন্দেহ থাকে, তাহলে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে গিয়ে থাকুন। কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস উপকূলীয় অঞ্চলে রাতভর ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি বেগে ঝড়ো বাতাস বয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়টি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, এটি ব্রিসবেন থেকে ১২০ কিলোমিটার ও পর্যটন নগরী গোল্ড কোস্ট থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল।