রয়টার্স : যুক্তরাষ্ট্রে ব্যাপক ছাঁটাই কর্মসূচির পথে ট্রাম্প প্রশাসনের আরেকটি বাঁধা কমলো। গত মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালতের রায়ের মার্কিন প্রেসিডেন্টের পক্ষে যাওয়ায় হাজার হাজার মার্কিনির চাকরি চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের আদেশক্রমে কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য ও মানবসম্পদ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থসহ ডজনখানেক মন্ত্রণালয়ে জনবল হ্রাসের এক ব্যাপক পরিকল্পনা করে প্রশাসন। গত মঙ্গলবারের সংক্ষিপ্ত আদেশে সর্বোচ্চ আদালত জানায়, ট্রাম্পের নির্দেশ আইনগতভাবে বৈধ এবং তিনি ক্ষমতার সীমা অতিক্রম করেননি এই যুক্তিতে ট্রাম্প প্রশাসনের জেতার সম্ভাবনা রয়েছে। তবে আদালত এও স্পষ্ট করেছে যে, কোনও নির্দিষ্ট সংস্থার ছাঁটাই পরিকল্পনার বৈধতা তারা এখনই যাচাই করছে না। হোয়াইট হাউজের বিবৃতিতে এই রায়কে ‘প্রেসিডেন্টের বিজয়’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এটি সরকারি খাতের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। তবে দু’জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই রায়ের পরও ছাঁটাই অবিলম্বে শুরু করা যাবে না। আইনি প্রক্রিয়া, ইউনিয়নবিরোধিতা এবং নাগরিক সেবা সংক্রান্ত সুরক্ষাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা ছাঁটাইয়ের সময়সীমা এবং পরিধি প্রভাবিত করতে পারে।