রয়টার্স : ভেনেজুয়েলার উপকূল থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার উপকূল থেকে আমরা একটি ট্যাংকার জব্দ করেছি। এটি বেশ বড় আকারের, আসলে এখন পর্যন্ত আটক হওয়ার সবচেয়ে বড়। ট্যাংকারের তেল কী করা হবে জানতে চাইলে তিনি বলেন, বোধহয় আমরাই তা রেখে দেব।
মার্কিন সরকারের কাজে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রকাশিত এক বিবৃতিতে ভেনেজুয়েলা বলেছে, এভাবে জনসম্মুখে চৌর্যবৃত্তি করেছে যুক্তরাষ্ট্র এবং তাদের কাজ আন্তর্জাতিক জলদস্যুতার পর্যায়ে পড়ে। পুরো ঘটনাটি আন্তর্জাতিক সংস্থাগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করেছে তারা। ২০১৯ সাল থেকে বলবৎ মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে এই প্রথম ভেনেজুয়েলার কোনও তেলবাহী কার্গো জব্দ হলো। ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উত্থাপন করেছেন। গত কয়েক মাস ধরে ট্রাম্পের নির্দেশে সামরিক উপস্থিতি বৃদ্ধির পর ভেনেজুয়েলার বিরুদ্ধে এটি ট্রাম্প প্রশাসনের প্রথম কোনও সরাসরি পদক্ষেপ।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সন্দেহভাজন মাদক পরিবহনকারী জাহাজে একাধিক অভিযান চালিয়েছে, যা আইনপ্রণেতা ও আইন বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স-এ পোস্ট করে জানান, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি, কোস্ট গার্ড এবং মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ভেনেজুয়েলা ও ইরান থেকে নিষিদ্ধ তেল পরিবহনে ব্যবহৃত একটি ক্রুড ট্যাংকার জব্দের ওয়ারেন্ট কার্যকর করেছে। ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় দুটি হেলিকপ্টার একটি জাহাজের কাছে পৌঁছাচ্ছে এবং ক্যামোফ্লাজ পরিহিত সশস্ত্র ব্যক্তিরা দড়ি বেয়ে জাহাজে নামছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জাহাজটির নাম বা জব্দের সময়কার অবস্থান প্রকাশ করেননি।
ব্রিটিশ মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট গ্রুপ ভ্যানগার্ড জানায়, বুধবার সকালে ভেনেজুয়েলার উপকূলে ‘স্কিপার’ নামে একটি অত্যন্ত বড় ক্রুড ক্যারিয়ার জব্দ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জাহাজটিকে নিষিদ্ধ করেছে, কারণ এটি পূর্বে ‘আদিসা’ নামে পরিচিত অবস্থায় ইরানি তেল পরিবহনে যুক্ত ছিল বলে অভিযোগ। স্কিপার ৪ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ভেনেজুয়েলার প্রধান তেলবন্দর হোসে থেকে প্রায় ১৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে রওনা দেয়। পরে এটি কুরাসাওয়ের কাছে প্রায় দুই লাখ ব্যারেল তেল ‘নেপচুন ৬’ নামের পানামা-ফ্ল্যাগ জাহাজে স্থানান্তর করে, যা কিউবার পথে ছিল। গায়ানার মেরিটাইম কর্তৃপক্ষ জানায়, স্কিপার জালিয়াতি করে তাদের দেশের পতাকা ব্যবহার করছিল। পিডিভিএসএ’র তথ্য অনুযায়ী, জাহাজটি ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ভেনেজুয়েলার তেল এশিয়ায় পরিবহন করেছিল।
জব্দের খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেড়ে যায়। নেতিবাচক প্রবণতায় লেনদেন শুরুর পর ব্রেন্ট ক্রুড ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬২ দশমিক ২১ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ২১ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৫৮ দশমিক ৪৬ ডলারে লেনদেন শেষ করে। গত বুধবার এক সমাবেশে বক্তব্য দেন মাদুরো, তবে জব্দের খবর সম্পর্কে তিনি কিছু বলেননি।