দ্য ইকোনমিক টাইমস : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেনটন এলাকায় গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত হয়েছেন। গত শনিবার কির্কল্যান্ড এভিনিউ নর্থইস্ট ও নর্থইস্ট ১৮তম স্ট্রিট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বিভাগ জানায়, গুলির ঘটনার পর পুরো এলাকাজুড়ে ব্যাপক পুলিশি তল্লাশি চালানো হচ্ছে এবং সাধারণ জনগণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পুলিশের এক মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি একটি সক্রিয় অপরাধের স্থান। গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। দয়া করে এই এলাকা থেকে দূরে থাকুন।’ গুরুত্বপূর্ণ এই ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত বা আটক করা যায়নি।

এর আগে, গত ১১ জুলাই রেনটন ট্রানজিট সেন্টারে এক ৫২ বছর বয়সী ব্যক্তি অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে মারাত্মক আহত হন। তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনার তদন্তে সন্দেহভাজন হিসেবে ২০ বছর বয়সী দুইজন ও ১৮ বছর বয়সী একজনকে আটক করেছিল পুলিশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেনটন এলাকায় গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত হয়েছেন। গত শনিবার কির্কল্যান্ড এভিনিউ নর্থইস্ট ও নর্থইস্ট ১৮তম স্ট্রিট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বিভাগ জানায়, গুলির ঘটনার পর পুরো এলাকাজুড়ে ব্যাপক পুলিশি তল্লাশি চালানো হচ্ছে এবং সাধারণ জনগণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

পুলিশের এক মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি একটি সক্রিয় অপরাধের স্থান। গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। দয়া করে এই এলাকা থেকে দূরে থাকুন।’ গুরুত্বপূর্ণ এই ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত বা আটক করা যায়নি। এর আগে, গত ১১ জুলাই রেনটন ট্রানজিট সেন্টারে এক ৫২ বছর বয়সী ব্যক্তি অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে মারাত্মক আহত হন। তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনার তদন্তে সন্দেহভাজন হিসেবে ২০ বছর বয়সী দুইজন ও ১৮ বছর বয়সী একজনকে আটক করেছিল পুলিশ।