১৮ মার্চ, আল জাজিরা : যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি প্রেসিডেন্ট জন এফ কেনেডি (জেএফকে) হত্যাকাণ্ড। দীর্ঘ ছয় দশক ধরে এই হত্যাকাণ্ডের রহস্য অমীমাংসিতই থেকে গেছে। এবার সেই হত্যাকাণ্ড সম্পর্কিত নথি প্রকাশের ঘোষণা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত প্রায় ৮০ হাজার পৃষ্ঠার নথি গতকাল মঙ্গলবার প্রকাশ করার কথা ট্রাম্প প্রশাসনের। গত সোমবার কেনেডি সেন্টারে এক ভাষণে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যম প্রতিবেদনে জানানো হয়েছে, কেনেডি সেন্টারের ওই ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জন এফ কেনেডির হত্যাকাণ্ড সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করতে যাচ্ছি আমরা। আমরা কোনো কিছু গোপন করব না। এই হত্যাকাণ্ড ছয় দশকেরও বেশি সময় ধরে ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে।’
এ সময় তিনি বলেন, যে নথি প্রকাশ করা হবে তাতে পড়ার অনেক কিছু থাকবে। নথিগুলোতে কী আছে তা ট্রাম্প জানেন কি না জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘নথিগুলোতে খুবই কৌতূহলোদ্দীপক তথ্য রয়েছে।’ ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে গুপ্তহত্যার শিকার হন তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। এ ঘটনায় আটক হন হত্যাকারী লি হার্ভি অসওয়াল্ড। অসওয়াল্ড ছিলেন সাবেক মার্কিন মেরিন কর্মকর্তা। আটকের দু’দিন পর ডালাস পুলিশ সদর দপ্তরে নেওয়ার পথে অসওয়াল্ডকে গুলি করে হত্যা করেন নাইটক্লাবের এক মালিক।