রয়টার্স : মার্কিন অ্যাক্টিভিস্ট ও ছাত্ররা মঙ্গলবার নগরীর বিভিন্ন রাস্তায় ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। সম্প্রতি মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টরা ৩৭ বছর বয়সী মা রেনি গুডকে গাড়ি থেকে টেনে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর থেকেই দেশজুড়ে অভিবাসন নীতি ও সরকারি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা ওয়াশিংটন ডিসি এবং উত্তর ক্যারোলিনার অ্যাশভিলের আশেপাশের ছোট শহরগুলোতে মিছিল করতে। তারা “আইসিই নয়, কেকেকে নয়, ফ্যাসিস্ট আমেরিকা নয়” স্লোগান দিয়েছে। এসব স্লোগানের মাধ্যমে তারা অভিবাসন নীতি, বর্ণবাদ এবং কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ক্রীল্যান্ডের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অভিবাসন নীতির বিরোধিতা করে 'ঘৃণা নয়, ভয় নয়, শরণার্থীরা এখানে স্বাগত' বলে স্লোগান দিয়েছে। আবার, নিউ মেক্সিকোর সান্তা ফের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও ক্লাস ছেড়ে 'আইসিই আতঙ্ক থামাও' নামে একটি সমাবেশে অংশ নিয়েছে। অন্যদিকে, ট্রাম্প প্রশাসন বলেছে, ভোটারদের থেকে তারা বৈধ অনুমোদন পেয়েছে কোটি কোটি অবৈধ অভিবাসীকে দেশটি থেকে তাড়িয়ে দেয়ার জন্য। সংবাদে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অধিকাংশ আমেরিকান অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং অন্যান্য ফেডারেল সংস্থার বাহিনীর জোরপূর্বক ব্যবহারের বিরোধিতা করেছেন। সম্প্রতি, বিক্ষোভগুলো প্রধানত বামপন্থী সংগঠন যেমন, ইন্ডিভিসিবল ও শ্রমজোট এবং অভিবাসী হেফাজত শিবিরের বিরোধী গ্রাসরুটস সংগঠনগুলোর উদ্যোগে সংগঠিত হয়েছে।
আমেরিকা
ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
মার্কিন অ্যাক্টিভিস্ট ও ছাত্ররা মঙ্গলবার নগরীর বিভিন্ন রাস্তায় ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। সম্প্রতি মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টরা ৩৭ বছর বয়সী মা রেনি গুডকে গাড়ি থেকে টেনে গুলি করে হত্যা করা হয়।
Printed Edition