অস্ট্রিয়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপার (৩১) হত্যাকাণ্ডে তার সাবেক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। অস্ট্রিয়ার গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, হত্যার পর পাইপারের মরদেহ একটি স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার জঙ্গলে পুঁতে রাখেন তার প্রেমিক। স্টাইরিয়ান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর রাতে পার্টি থেকে নিজ বাসায় ফেরার পরই নিখোঁজ হন পাইপার। ওই রাতে তিনি তার এক বন্ধুকে ‘নিরাপদে বাড়ি পৌঁছানোর’ কথা জানান। কিছুক্ষণ পরই আরেকটি বার্তায় লেখেন, ‘সিঁড়িঘরে কেউ লুকিয়ে আছে। পাইপারের প্রতিবেশীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হত্যার রাতেই তারা কথা কাটাকাটির শব্দ শুনেছেন এবং ভবনে পাইপারের সাবেক প্রেমিককে দেখেছেন বলেও ধারণা করছেন। পরদিন আত্মীয়-স্বজন ও সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় নিখোঁজ ডায়েরি করা হয়।
পুলিশ জানায়, পাইপারের সাবেক প্রেমিককে স্লোভেনিয়ায় গ্রেফতার করা হয়। তাকে একটি ক্যাসিনোর পার্কিং লটে নিজের জ্বলন্ত গাড়ির কাছে পাওয়া যায়। তদন্তে জানা যায়, তিনি একাধিকবার গাড়ি নিয়ে স্লোভেনিয়া যাতায়াত করেছেন। অস্ট্রিয়ার ক্রোনেন জাইতুংয়ের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রিয়ায় ফেরত নেওয়ার পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তিনি জানান, শ্বাসরোধে পাইপারকে হত্যা করে মরদেহ স্যুটকেসে ভরে জঙ্গলে পুঁতে রাখেন। পরে তিনিই পুলিশকে মরদেহের অবস্থান দেখিয়ে দেন।