বিবিসি : অস্ট্রেলিয়ায় ভাগ্যগণনার নামে প্রায় ৪৬ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন কথিত এক ‘ভবিষ্যৎবক্তা’ নারী ও তার মেয়ে। তাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দুর্বল ও ঝুঁকিপূর্ণ ভিয়েতনামি সম্প্রদায়কে লক্ষ্য করে প্রতারণা চালানোর অভিযোগ আনা হয়। ৫৩ বছর বয়সি মা ও ২৫ বছর বয়সি মেয়েকে বুধবার সিডনির অভিজাত ডোভার হাইটস এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই নারী তার টার্গেটদের ভবিষ্যতে বিপুল অর্থের মালিক হওয়ার আশ্বাস দিয়ে ঋণ নিতে প্ররোচিত করতেন এবং সেখান থেকে নিজে একটা অংশ রাখতেন। পুলিশ জানিয়েছে, তারা একটি অত্যন্ত সুসংগঠিত প্রতারণা ও অর্থপাচার চক্রের গুরুত্বপূর্ণ সদস্য। ওই নারীর জামিন আবেদন খারিজ করে দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। তবে তার মেয়েকে জামিন দেওয়া হয়েছে, জানুয়ারি মাসে তার শুনানি নির্ধারিত হয়েছে।

ওই নারীর বিরুদ্ধে ৩৯টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে অপরাধ চক্র পরিচালনা ও প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা আদায়। আর তার মেয়ের বিরুদ্ধে সাতটি অভিযোগ রয়েছে, যার মধ্যে অপরাধের অর্থ লেনদেন ও অপরাধী সংগঠনের সদস্য হওয়া অন্তর্ভুক্ত। গত বুধবার সকালে তাদের বহুমূল্য ম্যানশন থেকে অভিযান চালিয়ে পুলিশ আর্থিক নথি, মোবাইল ফোন, বিলাসবহুল হ্যান্ডব্যাগ, ৪০ গ্রাম ওজনের এক স্বর্ণের বার এবং ক্যাসিনোর চিপসহ ছয় হাজার ৬০০ অস্ট্রেলীয় ডলার জব্দ করে। তদন্তকারীরা প্রায় দেড় কোটি অস্ট্রেলীয় ডলারের সম্পদ জব্দ করেছেন, যা গত বছর শুরু হওয়া বৃহত্তর তদন্তে আগেই জব্দ করা ছয় কোটি ডলারের সম্পদের সঙ্গে যুক্ত হলো।