এনডিটিভি : যুক্তরাষ্ট্রের ডালাসে একটি মোটেলে ওয়াশিং মেশিনের দ্বন্দ্ব নিয়ে নির্মম হত্যার শিকার হয়েছেন এক ভারতীয়। তিনি মোটেলের ম্যানেজার ছিলেন। সেখানে কিউবার এক অভিবাসী তাকে চাপাতি দিয়ে কুপিয়ে ও শিরশ্ছেদ করে হত্যা করেছে। ওই ভারতীয়র নাম চন্দ্র নাগামাল্লাইয়াহ। তিনি কর্ণাটকের বাসিন্দা ছিলেন। তিনি তার মোটেলের কর্মচারি কিউবার অভিবাসী ইয়োরদানিস কোবোস-মার্টিনেজকে একটি ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার করতে নিষেধ করেন। চন্দ্র নাগামাল্লাইয়াহ অপর এক কর্মচারীকে তার কথা অনুবাদ করে কোবোস-মার্টিনেজকে বলতে বলেন। এতে কোবোস ক্ষিপ্ত হন। এরপর তিনি একটি চাপাতি নিয়ে ৫০ বছর বয়সী চন্দ্রকে বেশ কয়েকটি কোপ দেন। ওই সময় বাঁচতে তিনি মোটেলের সামনের দিকে দৌড় দেন। তাকে বাঁচাতে তার স্ত্রী ও ১৮ বছর বয়সী ছেলে এগিয়ে আসলে তাদের ধাক্কা মারেন কোবোস। এরপর তাকে শিরশ্ছেদ করে হত্যা করে এ পাষণ্ড। এছাড়া তার কাটা মাথায় লাথিও মারেন তিনি। এরপর কাটা মাথাটি তিনি ময়লার ড্রামে ফেলে দিতে যান। ওই সময় তার পুরো শরীর রক্তাক্ত ছিল। ড্রামে ফেলে দিয়ে হাতে থাকা চাপাতি নিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কোবাস। নির্মম হত্যাকাণ্ড ঘটানো ওই ব্যক্তির বিরুদ্ধে এরআগে অপরাধ সংঘটিত করার অভিযোগ ছিল। হোস্টনে তিনি গাড়ি থেকে চুরি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।