এএফপি, এপি: ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ ম্যাস ধরে চলা বর্বরতার ইতি টানার বার্তা দিয়েছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গাজায় যুদ্ধবিরতির বার্তা দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘গাজায় চুক্তি করুন। পণবন্দিদের ফিরিয়ে আনুন।’
যদিও এই বার্তায় নির্দিষ্টভাবে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বা দখলদার ইসরাইলের নাম উল্লেখ করেননি ট্রাম্প। তবে পোস্টের ভাষা দেখে ধারণা করা হচ্ছে, ট্রাম্প ইসরাইলকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের মসনদ টিকিয়ে রাখতেই গাজার যুদ্ধবিরতির চুক্তি চাচ্ছেন না বলে জানিয়েছেন এক জিম্মির মা। এদিকে মার্কিন বার্তাসংস্থা জানিয়েছে, দখলদার ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি করার দ্বারপ্রান্তে রয়েছে। এমন সময় ট্রাম্পের এই পোস্ট বিবদমান পক্ষ দুটির ওপর দ্রুত যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হতে চাপ বাড়াবে। ইসরাইলি এক কর্মকর্তা এপিকে বলেছেন, আগামী সপ্তাহে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে। যা ইঙ্গিত করছে নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ চলছে। তবে নাম গোপন রাখা এই কর্মকর্তা এই সফরের আলোচ্যসূচির ব্যাপারে কোনো কথা বলতে চাননি।
নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেট : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে নির্বাচনে আবারও অংশ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা তাঁর আছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি বেনেট। ইসরায়েলের চ্যানেল টুয়েলভকে ওই সাক্ষাৎকার দিয়েছেন বেনেট। গতকাল শনিবার এ সাক্ষাৎকার প্রচার করা হয়। বেনেট বলেন, ‘নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায় আছেন...এটা খুব বেশি হয়ে গেছে, এটা ভালো কিছু নয়।’ বেনেটের মতে, ইসরায়েলি সমাজে যে বিভক্তি দেখা দিয়েছে, তার বড় দায় নেতানিয়াহুর ওপরই পড়ে।
২০২১ সালে বেনেট নেতানিয়াহুবিরোধী বিভিন্ন দলের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় আসেন। এর মধ্য দিয়ে তখন নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনক্ষমতার অবসান হয়। সাবেক প্রধানমন্ত্রী ও ডানপন্থী এই নেতা বলেন, ‘নেতানিয়াহুকে বিদায় নিতে হবে।’ নেতানিয়াহুর একদিকে যেমন শক্ত সমর্থকগোষ্ঠী আছে, তেমন অনেক কঠোর সমালোচকও আছেন। এই সমালোচকেরা ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন। ২০২১ সালে বেনেট নেতানিয়াহুবিরোধী বিভিন্ন দলের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় আসেন। এর মধ্য দিয়ে তখন নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান হয়। তবে বেনেট বর্তমান বিরোধী নেতা ইয়ার লাপিদের সঙ্গে যে জোট সরকার গড়েছিলেন, তা প্রায় এক বছরেই ভেঙে পড়ে। এরপর আগাম নির্বাচন হয়, আর কট্টর ডানপন্থী ও ইহুদি দলগুলোর সমর্থনে নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী হন। রাজনীতি থেকে কিছুটা বিরতি নেওয়া বেনেটের ফিরে আসার গুঞ্জন এখন জোরালো হয়ে উঠেছে। জনমত জরিপ বলছে, তিনি চাইলে আবারও নেতানিয়াহুকে পরাজিত করার মতো সমর্থন পেতে পারেন। তবে ২০২৬ সালের শেষভাগের আগে কোনো নির্বাচন হওয়ার পরিকল্পনা নেই। যদিও ইসরায়েলে আগাম নির্বাচন হওয়া অস্বাভাবিক কিছু নয়। রাজনীতি থেকে কিছুটা বিরতি নেওয়া বেনেটের ফিরে আসার গুঞ্জন এখন জোরালো হয়ে উঠেছে। জনমত জরিপ বলছে, তিনি চাইলে আবারও নেতানিয়াহুকে পরাজিত করার মতো সমর্থন পেতে পারেন।