আল জাজিরা : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল থিংক ট্যাঙ্ক দ্য হেরিটেজ ফাউন্ডেশন গত বছর একটি নীতিমালা প্রকাশ করেছিল, যার লক্ষ্য ছিল ফিলিস্তিন সংহতি আন্দোলন ভন্ডুল করা। সেই নীতিমালাটির নাম ‘প্রজেক্ট এসথার’। প্রথমে এটি খুব বেশি নজর কাড়েনি, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুপারিশ অনুসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় এটি বর্তমানে মিডিয়া ও অধিকারকর্মীদের মধ্যে আলোচিত বিষয় হয়ে উঠেছে। এই প্রকল্পে ফিলিস্তিনপন্থি গোষ্ঠী ও ছাত্র সংগঠনগুলোকে ‘হামাস সমর্থক নেটওয়ার্ক’ নামে অভিহিত করে বলা হয়েছে, তারা সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে যা মানবাধিকার কর্মীদের মতে ভিত্তিহীন ও মিথ্যাচার।
প্রজেক্ট এসথার কী? : এটি ২৪ মাসের মধ্যে তথাকথিত ‘হামাস সমর্থক নেটওয়ার্ক’কে ধ্বংস করার লক্ষ্যে একটি কৌশলগত নথি। এতে বলা হয়েছে, ফিলিস্তিনপন্থি আন্দোলন আসলে সন্ত্রাসবাদ সমর্থন করছে, যদিও এমন কোনও নেটওয়ার্ক বাস্তবে বিদ্যমান নেই।