এনডিটিভি : আবারও ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টানলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও তিনি দাবি করে বলেছেন, যুক্তরাষ্ট্র দুই প্রতিবেশী এশীয় দেশের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘর্ষ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও ভারত বলছে, মে মাসের সংঘাত পাকিস্তানের ব্যাপক ক্ষতির পর তাদের পক্ষ থেকেই যুদ্ধবিরতির আবেদন জানানো হয়, যা ভারত গ্রহণ করে। পাকিস্তান অবশ্য ট্রাম্পের দাবিকে সমর্থন দিয়ে আসছে, যাতে ওয়াশিংটনের মনোযোগ পাওয়া যায়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থাপক শন হ্যানিটি ট্রাম্পকে জিজ্ঞেস করেন তিনি কি ‘বিশ্ব বাঁচাতে চান’? জবাবে ট্রাম্প বলেন, তার মূল লক্ষ্য হলো ‘প্রাণ বাঁচানো’। রাশিয়া-যুক্তরাষ্ট্রের ব্যর্থ আলাস্কা সম্মেলনের পর এই সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তি দেন যে, বিশ্বজুড়ে সংঘাতে তার হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ স্বার্থের বাইরে হলেও মানুষের প্রাণ রক্ষার জন্য প্রয়োজনীয়। ট্রাম্প বলেন, প্রথমত সব ক্ষেত্রেই প্রাণ বাঁচানো- কারণ যুদ্ধ মানেই যুদ্ধ।

তিনি বলেন, কম্বোডিয়ার উদাহরণ নিন। আমি সরাসরি যুক্ত নই, তবে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ছিলাম। আমি বলেছি, তোমরা থাইল্যান্ড, কম্বোডিয়া- এমন অনেকের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলে। ভারত-পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তিনি সম্ভাব্য পারমাণবিক সংঘর্ষ ঠেকিয়েছেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের দিকে তাকান। তারা তখনই একে অপরের বিমান ভূপাতিত করছিল। আর সেটি হয়তো পারমাণবিক পর্যায়ে পৌঁছাত। আমি বলেছিলাম এটা পারমাণবিক হয়ে যাবে। আর আমি সেটি থামাতে পেরেছি। তিনি আরও বলেন, প্রথম বিষয় হলো জীবন, আর দ্বিতীয় হলো বাকিসব। যুদ্ধ খুবই খারাপ। ট্রাম্প দাবি করেন, তিনি থাইল্যান্ড-কাম্বোডিয়া, ইরান-ইসরায়েল, রুয়ান্ডা-কঙ্গো, সার্বিয়া-কসোভো এবং মিসর-ইথিওপিয়ার মধ্যকার সংঘাতও প্রশমিত করেছেন।