যুক্তরাষ্ট্র থেকে এইচ এম আকতার : যুক্তরাষ্ট্রজুড়ে ধেয়ে আসছে এক প্রলয়ংকরী তুষারঝড়, যার কবলে পড়তে যাচ্ছেন দেশটির প্রায় ২০ কোটিরও বেশি মানুষ। সর্তকতায় জারি করা হয়েছে ১৬ টি অঙ্গরাজ্যে জরুরি অবস্হা। গতকাল শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতোমধ্যে জনজীবন স্থবির হয়ে পড়েছে। হাড় কাঁপানো ঠাণ্ডা আর ভারি তুষারপাতে বিপর্যস্ত হতে যাচ্ছে নিউইয়র্ক, বোস্টনসহ দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বড় শহরগুলো। আবহাওয়া সূত্র জানায়, রাত দুইটা থেকে এ তুষারঝড় শুরু হতে পারে। এতে বলা হয়েছে ৫-২২ ইঞ্চি বা দুই ফুট উচ্চতায় তুষার পাত হতে পারে। তার সাথে যুক্ত হবে জড়ো হাওয়া। এতে বাতাসের গতি হতে পারে ৮০-১২০ মাইল পর্যন্ত।
জানা গেছে, তুষার পরিস্কার করার জন্য স্নো সল্ট ব্যবহার হয়ে থাকে। আর এ কারণে ই সল্টের সংকট দেখা দিয়েছে। সাধারনত ৫০ এলবি সল্ট বিক্রি হয়ে থাকে ১৫ ডলারে।কিন্তু গতকাল তা বিক্রি হয়েছে ৫৫-৬০ ডলারে। গতকাল বিকেল থেকেই রাস্তায় তেমন কোন মানুষ দেখা যায়নি।রাস্তাগুলো ফাঁকা। জরুরি কারণ ছাড়া কেউ বের হচ্ছে না। যুক্তরাষ্ট্রের উঁচু মালভূমি এবং রকি পর্বতমালা থেকে ধেয়ে আসা একটি শক্তিশালী ‘আর্কটিক ব্লাস্ট’ বা মেরু অঞ্চলের হিমশীতল বায়ুপ্রবাহ দেশটির পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস এই ঝড়কে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে অভিহিত করে জানিয়েছে, এটি জীবননাশী হাইপোথার্মিয়া ও ফ্রস্ট বাইটের (বরফে জমে যাওয়া) ঝুঁকি তৈরি করতে পারে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়টি অত্যন্ত ধীরগতিতে পুরো যুক্তরাষ্ট্র অতিক্রম করবে। এর প্রভাবে মেম্ফিস, ন্যাশভিল, ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া এবং নিউইয়র্কের মতো শহরগুলো তুষারের চাদরে ঢাকা পড়বে। কলোরাডো থেকে পশ্চিম ভার্জিনিয়া হয়ে বোস্টন পর্যন্ত ১ ফুটেরও বেশি তুষারপাত হতে পারে। নিউইয়র্ক সিটিতে ১০ থেকে ১৪ ইঞ্চি এবং বোস্টনে ১৭ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে। যা কোথায় কোথায় দুই ফুট পর্যন্ত ছেড়ে যেতে পারে। এছাড়া উত্তর সমতল অঞ্চলে বাতাসের ঝাপটায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাইনাস ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। নিউইয়র্ক এবং নিউজার্সিতে তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক, টেক্সাস, জর্জিয়া, উত্তর ও দক্ষিণ ক্যারোলিনাসহ মোট ১৬টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল গার্ড বাহিনীকে উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, রাস্তাঘাট পরিষ্কার করতে ১,৬০০টি স্নো প্লো (তুষার সরানোর যন্ত্র) এবং ১ লক্ষ ১৪ হাজার টন লবণ মজুত রাখা হয়েছে। তিনি বাসিন্দাদের ঘরে থাকার এবং অতি প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে টেক্সাসে ২০২১ সালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কথা মাথায় রেখে রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট আশ্বাস দিয়েছেন, এবার বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। তবে, গাছ ও লাইনে বরফ জমে স্থানীয়ভাবে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। চীনে দুই প্রভাবশালী জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরুচীনে দুই প্রভাবশালী জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থাও বড় ধরনের ধাক্কা খেয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার অনুযায়ী, শনিবারের জন্য ৩,২০০ এবং রোববারের জন্য ৪,৮০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের তীব্রতা যখন চরমে থাকবে, তখন সড়কে গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এদিকে নিউইয়র্কে মেয়ের জোহরান মামদানি বলেছেন,কোন জরুরি কারণ ছাড়া কেউ যেনো বের না হন।প্রয়োজনীয় সকল খাবার মজুদ রাখতে অনুরোধ জানান তিনি। তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। এজন্য তিনি সকালের সহযোগিতা কামনা করেন।