এপি, এএফপি, রয়টার্স

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর কারাদ- কমানোর আইন অনুমোদন করেছেন আইনপ্রণেতারা। ফরাসি বার্তা সংস্থা এ সম্পর্কিত এক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এদিকে বোলসোনারোর আইনজীবীরা মঙ্গলবার আদালতে আবেদন জানিয়েছেন যাতে তাকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের দাবিতে বলা হয়, তার শল্যচিকিৎসা প্রয়োজন।