রয়টার্স: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুই নেতাই বৈঠকের প্রস্তুতি নেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সূচিতে জানানো হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিট সময়ে হোয়াইট হাউজ ত্যাগ করেন ট্রাম্প। বৈঠক শেষে ওই দিনই আলাস্কা সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে অ্যাঙ্কোরেজ থেকে রওনা হওয়ার কথ তার । শনিবার ভোরে হোয়াইট হাউজে ফিরে আসার কথা রয়েছে।

ইতিপূর্বে ট্রাম্প বলেছেন, ছয় বছরের মধ্যে প্রথমবার পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। তাই একান্ত এই বৈঠক নিয়ে পুতিন সতর্ক থাকবেন বলে আশাবাদী ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আলোচনায় স্পষ্টতই অন্তর্ভুক্ত নন। তবে তিনি সতর্ক করেছেন, তার অনুপস্থিতিতে নেওয়া সিদ্ধান্তগুলো অর্থহীন হবে।