আল জাজিরা, এএফপি : দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ওয়াশিংটন ও সিউলের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তিটি দক্ষিণ কোরিয়ার সংসদ সময়মতো অনুমোদন না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। ট্রাম্প পোস্টে বলেছেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির শর্ত মানছে না। তাই তিনি এই শুল্ক বৃদ্ধির ঘোষণা দিচ্ছেন। নতুন এই শুল্ক হার গাড়ি, কাঠ, ওষুধসহ ট্রাম্পের তথাকথিত পারস্পরিক (রেসিপ্রোকাল) শুল্কের আওতায় থাকা সব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনি আরও বলেছেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছে না। কেন এখনও কোরিয়ান আইনসভা এটি অনুমোদন করেনি? তবে এখন পর্যন্ত হোয়াইট হাউজ থেকে শুল্ক বাড়ানোর বিষয়ে কোনও নির্বাহী আদেশ জারি করা হয়নি।