আল জাজিরা, দ্য গার্ডিয়ান : গাজার আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে থাকতেন তারা। ইসরায়েলের বিমান হামলায় তা ধ্বংস হয়ে গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। নাসের হাসপাতালের সামনে স্বজনদের আহাজারি । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে যে ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন, তাতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কোনো প্রসঙ্গ নেই। এতে বেশ কিছু বিষয় অস্পষ্ট। গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ পরিকল্পনা প্রকাশ করেন। নেতানিয়াহু কয়েকটি দফা সংস্কার করেছেন বলেও শোনা যাচ্ছে। এ প্রস্তাব প্রকাশের পর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস বলছে, ঘোষণার আগে তাদের প্রস্তাবটি দেখানো হয়নি। এটি পুরোপুরি ইসরাইল-প্রভাবিত।
এ অবস্থায় দুই পক্ষ থেকে কিছু বিষয়ে অনমনীয় থাকার ইঙ্গিত পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ ইস্যু সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে নেতানিয়াহু বলছেন, তারা গাজার অধিকাংশ এলাকায় সেনা মোতায়েন রাখবেন। হামাস বলছে, ফিলিস্তিনিদের স্বার্থরক্ষা হয়নি; পরিকল্পনায় তাদের নির্মূল করার ষড়যন্ত্র রয়েছে। অবশ্য ট্রাম্পের এ পরিকল্পনা আগের বারের চেয়ে ভিন্ন। আগে তিনি গাজার সব বাসিন্দাকে সরিয়ে বিনোদন এলাকা বানানোর চিন্তা করেছিলেন।
ট্রাম্প তাঁর পরিকল্পনা সম্পর্কে বলেন, এটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে সুসময়, যা মধ্যপ্রাচ্যে ‘চিরকালীন শান্তি’ নিয়ে আসবে। গতকাল মঙ্গলবার বিবিসি লিখেছে, যুদ্ধ বন্ধ হওয়ার পর কী হবে, সেটা নিয়ে ট্রাম্প এ পরিকল্পনা প্রকাশ করেছেন। তবে আগামী কয়েক সপ্তাহে স্পষ্ট হবে- বাস্তবে তাঁর এ পরিকল্পনা কতটা কার্যকর। কারণ কয়েকটি ইস্যুর ওপর এ সাফল্য নির্ভর করবে। প্রস্তাবটি মেনে নিতে হামাসকে চাপ দিয়ে ট্রাম্প বিবেচনার জন্য তিন থেকে চার দিন সময় দিয়েছেন। নেতানিয়াহুকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করতে হামাসের হাতে তিন-চার দিন সময় আছে। যদি তারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে ইসরাইল যা করবে, তার পক্ষে পূর্ণ সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের প্রস্তাব নিয়ে হামাস বলেছে, এটা পুরোপুরি ইসরাইল প্রভাবিত। এ প্রসঙ্গে হামাস কর্মকর্তা মাহমুদ মারদাওয়ি বলেন, হামাসের সঙ্গে পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি। যে পরিকল্পনাটি ঘোষণা করা হয়েছে, তা হামাসকে দেখানোও হয়নি। পরে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা শান্তি পরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করেছেন। হামাসের একটি সূত্র রয়টার্সকে জানায়, হামাস মনে করে, ট্রাম্পের পরিকল্পনায় তাদের নির্মূল করার জন্য ‘অসম্ভব শর্ত’ আরোপ করা হয়েছে। এটি পর্যালোচনায় তাদের কয়েকদিন লেগে যেতে পারে। সংগঠনটি বলছে, তারা রাজনৈতিক ও সামরিক শাখার নেতাদের সঙ্গে কথা বলে পরিকল্পনার বিষয়ে মত দেবেন।
হামাসের আরেকটি সূত্র বিবিসিকে বলেছে, প্রস্তাবটি ব্যাপকভাবে ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। ইসরায়েলের সব সেনাকে গাজা থেকে সরিয়ে না নেওয়ার কোনো পরিকল্পনাকে তারা সমর্থন করেন না। অপরদিকে ট্রাম্পের পাশে থেকে নেতানিয়াহু প্রস্তাবটি মেনে নিলেও তাঁর সরকারের উগ্র ডানপন্থি অনেক নেতা এই ২০ দফার কয়েকটি প্রত্যাখ্যান করেছেন।
আলজাজিরা জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটা হামাসকে ‘নিঃসঙ্গ’ করে দিয়েছে। তিনি বলেন, তারা সব জিম্মিকে জীবিত উদ্ধার করবেন এবং গাজা উপত্যকায় থাকবেন। পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে জার্মানিও। ২০ দফা পরিকল্পনা প্রকাশের পর ট্রাম্প ও নেতানিয়াহু হামাসকে হুঁশিয়ার করে বলেছেন, তারা যেন এটা মেনে নেয়; তা না নহলে তাদের ফল ভোগ করতে হবে। এর আগে সোমবার দুই নেতা হোয়াইট হাউসে সাক্ষাৎ করে পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। কার্যত ট্রাম্পের শান্তি পরিকল্পনা কোনো অগ্রগতি নিয়ে আসতে পারবে কিনা, তা নিয়ে দ্বিধা থেকে যাচ্ছে। উভয় পক্ষই এটি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। দুই পক্ষ একে অপরকে পরিকল্পনায় বঞ্চনার জন্য হয়তো দোষারোপ করবে। এতদিন এমনটাই হয়ে আসছে। আলোচনা চলাকালে ট্রাম্প প্রশাসনকে সরাসরি ইসরায়েলের পাশে থাকতে দেখা যায়। হামাসের প্রতিনিধিদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলার ঘটনাও দেখা গেছে।
ট্রাম্পের পরিকল্পনায় রয়েছে গাজা হবে সন্ত্রাসবাদমুক্ত এলাকা, দুই পক্ষের সম্মতিতে যুদ্ধ শেষ হবে, ইসরাইল পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সেনা সরিয়ে নেবে এবং সব জিম্মিকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। আরও আছে জিম্মির সঙ্গে সঙ্গে ইসরাইলকে এক হাজার ৭০০ বন্দিকে মুক্তি দিতে হবে, অস্ত্র রেখে দিয়ে হামাস সদস্য বিদেশে চলে যেতে পারবে, একটি অন্তর্ববর্তী সরকার গঠন করা হবে, যার নেতৃত্বে কোনো ফিলিস্তিনি থাকবেন না, এর নেতৃত্ব দেবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে। ২০ দফা পরিকল্পনার কোথায় ফিলিস্তিন রাষ্ট্র, তাদের স্বাধীনতা- এসব উল্লেখ নেই।
পরিকল্পনা দুর্বোধ্য, বলছেন বিশ্লেষক : ট্রাম্পের পরিকল্পনা কাজ করবে বলে মনে করেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুন। তিনি বলেন, কয়েকটি প্রশ্ন রয়ে গেছে। এগুলো হলোÑ জিম্মিদের মুক্তি দেওয়ার পর হামাস যোদ্ধাদের কী হবে; তাদের কি দেশান্তরিত করা হবে? বাস্তুচ্যুত হয়ে যারা গাজার অন্য প্রান্তে চলে গেছেন, তাদের অবস্থা কেমন হবে? যে আন্তর্জাতিক বাহিনীর কথা বলা হচ্ছে, সেখানে কারা থাকবে?
‘ভয়ানক এলাকায়’ ত্রাণবাহী ফ্লোটিলা : গাজা থেকে ২০০ মাইল দূরে রয়েছে ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ক্রমেই এসব জাহাজ উপত্যকা অভিমুখে এগিয়ে আসছে। এর আগে ইতালি ও স্পেনের রণতরী তাদের পাহারা দেয়। একবার ড্রোন হামলাও হয়েছে। ফ্লোটিলা জাহাজের বহরে ইউরোপসহ বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন।
ট্রাম্পের শান্তি প্রস্তাবের ব্যাখ্যা চাইলেন কাতারের আমির : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন গাজা শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কাতার। তারা বলেছে, যুদ্ধ বন্ধের একটি সুযোগ এনে দিয়েছে এই প্রস্তাব। কিন্তু ট্রাম্পের প্রস্তাবের কয়েকটি পয়েন্টের ব্যাখ্যা এবং সমঝোতা প্রয়োজন বলে মনে করছেন কাতারের আমির শেখ মোহামেদ বিন আবদুল রহমান আল থানি। তিনি মঙ্গলবার এ প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় ছিলেন। তবুও বলেন, আমরা চাই সব পক্ষই এই উদ্যোগকে একটি গঠনমূলকভাবে দেখবে। তবে ফিলিস্তিনি অংশগুলোর সম্মতি এক্ষেত্রে অত্যাবশ্যক।
শেখ মোহামেদ বলেন, সোমবারের আলোচনার সময় হামাসকে কাতার ও মিশর স্মরণ করিয়ে দিয়েছে আগে অস্ত্রকে নীরব করতে হবে। তিনি বলেন, দোহার তাৎক্ষণিক লক্ষ্য হলো যুদ্ধ, অনাহার, মানুষ হত্যা এবং গণহারে বাস্তুচ্যুত হওয়া বন্ধ করা। যে প্রস্তাব দেয়া হয়েছে তার জন্য আলোচনা প্রয়োজন। কিভাবে এসব কাজ করা হবে তা নিয়ে আলোচনা করা প্রয়োজন। তিনি আরও বলেন, ফিলিস্তিনি এবং মুসলিম দেশগুলো ফিলিস্তিনিদের তাদের ভূমিতেই রাখার জন্য এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য অক্লান্ত কাজ করছে। বর্তমানে যে সুযোগ এসেছে তাকে ব্যবহার করতে হবে এবং কার্যকর সফলতা আনতে হবে।