ইন্টারনেট: গাজায় মার্কিন ও ইসরাইলি আগ্রাসন সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমেরিকা যখন ফিলিস্তিনি জনগণের সর্বসম্মত সমর্থনের মুখোমুখি হবে, তখন তারা চাপের কাছে নতি স্বীকার করবে এবং তাদের সমর্থন বন্ধ করতে বাধ্য হবে। ’ তিনি এক বিবৃতিতে বলেন, ‘গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যেভাবে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন, বর্বরতা, গণহত্যা, অনাহার এবং হত্যাকা-ের শিকার হচ্ছে যা সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে। ’ তিনি বলেছেন, ‘গাজার বিরুদ্ধে আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক নীরবতা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে। ’ হিজবুল্লাহ মহাসচিব বিবৃতিতে আরব ও ইসলামী দেশগুলোকে ‘শত্রুর (ইসরাইল) দূতাবাস বন্ধ করে দেওয়া, তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করা এবং মৌলিক মানবিক সহায়তা দিয়ে ফিলিস্তিন ও গাজাকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার’ পরামর্শ দিয়েছেন।
আমেরিকা
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের
গাজায় মার্কিন ও ইসরাইলি আগ্রাসন সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন