১৬ মার্চ, রয়টার্স,এপি আল জাজিরা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যব¯’া ও কমান্ড সেন্টারে একের পর এক আঘাত হেনেছে মার্কিন যুদ্ধবিমান। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইয়েমেনে মার্কিন হামলার নিন্দা করে বলেছেন, ট্রাম্প প্রশাসনের ‘ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণের কোনো কর্তৃত্ব নেই।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘৬০ হাজারের বেশি ফিলিস্তিনী নিহত হওয়ার জন্য আমেরিকা সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলে মনে করে বিশ্ব। ইসরাইলী গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন। ইয়েমেনি জনগণকে হত্যা বন্ধ করুন।’

এদিকে, ইয়েমেনে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে হামাসও। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকাকে লক্ষ্য করে মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলা “আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন” এবং ইয়েমেনের “সার্বভৌমত্ব ও ¯ি’তিশীলতার” উপর সরাসরি আক্রমণ।

ভ্রাতৃপ্রতিম ইয়েমেনের জনগণের সাথে হামাসের পূর্ণ সংহতি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গণহত্যামূলক যুদ্ধের মুখে গাজায় ফিলিস্তিনী জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলকে জবাব দেয়ার জন্য ইয়েমেনের যোদ্ধাদের প্রশংসাও করা হয়েছে। উল্লেখ্য, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণেই ইয়েমেনে বিমান হামলা বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ইরানের অর্থায়নে হুতিরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা ও বন্ধুদের লক্ষ্য করেছে।

ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হুথিদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভ এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধির যুক্তির জবাবে, সের্গেই ল্যাভরভ বলেছিলেন, অবিলম্বে শক্তির ব্যবহার বন্ধ হওয়া জরুরি এবং রক্তপাত রোধ করতে সব পক্ষের রাজনৈতিক সংলাপে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানোর নির্দেশ দেন। এর পরদিনই হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বেশ কয়েকটি অঞ্চলে হুথিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। হামলায় বেসামরিক নাগরিকসহ এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রসহ বিদেশি জাহাজে গোষ্ঠীটির হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হামলা আরও কয়েকদিন ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হুথিরাও।