DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

আমেরিকা

অবৈধ অভিবাসীরা বর্বর

কংগ্রেসে প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রের পুনরুত্থানের ঘোষণা ট্রাম্পের

মার্কিন কংগ্রেসে অভিষেকের পর প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রে পুনরুত্থানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত মঙ্গলবারের ভাষণের বিরোধিতা করে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা দুয়ো দিতে থাকেন, অনেকে মাঝপথে বেরিয়ে চলে যান।

সংগ্রাম ডেস্ক
Printed Edition
Untitled-3

৫ মার্চ, রয়টার্স : মার্কিন কংগ্রেসে অভিষেকের পর প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রে পুনরুত্থানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত মঙ্গলবারের ভাষণের বিরোধিতা করে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা দুয়ো দিতে থাকেন, অনেকে মাঝপথে বেরিয়ে চলে যান।

ভাষণের শুরুতে ট্রাম্পকে দাঁড়িয়ে সম্মান জানান রিপাবলিকানরা। তাদের অভিবাদনের জবাব দিয়ে ট্রাম্প ঘোষণা করেন, দেশের নাগরিকদের বলছি, আমেরিকা তার গৌরব ফিরে পেয়েছে। আমরা এমন এক প্রত্যাবর্তন করতে যাচ্ছি, যা বিশ্ববাসী কোনও দিন দেখেনি এবং ভবিষ্যতেও হয়তো দেখবে না। ২০ জানুয়ারি অভিষেকের পর কংগ্রেসে প্রথমবারের মতো ভাষণ দিলেন তিনি। মেক্সিকো, কানাডা ও চীনের বিরুদ্ধে নতুন শুল্ক নীতির পরবর্তী দিন যখন ট্রাম্প এই ভাষণ দিচ্ছেন, তখন তার সিদ্ধান্তে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তার ভাষণের সঙ্গে নির্বাচনি প্রচারণাকালীন বক্তৃতার সাদৃশ্য থাকলেও, নির্ধারিত বক্তব্যের বাইরে উটকো মন্তব্য করা থেকে বিরত থেকেছেন তিনি। তবে তার সমালোচনা থেকে রেহাই পাননি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া, অবৈধ অভিবাসীদের বর্বর বলেও আখ্যায়িত করেছেন তিনি।

সরকারি বাজেটে ভারসাম্য আনার ঘোষণা দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে কর হ্রাসের জন্য আইনপ্রণেতাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইতোমধ্যেই ৩৬ ট্রিলিয়ন ঋণে থাকা দেশটিতে আরও পাঁচ ট্রিলিয়ন বৃদ্ধি পেতে পারে। তার ভাষণের সময় বিভিন্নভাবে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাদের হাতে থাকা কাগজে লেখা ছিল 'এটা স্বাভাবিক নয়'সহ বিভিন্নরকম স্লোগান। অনেকে আবার মাঝপথে বেরিয়ে যান।

এরকম এক আইনপ্রণেতা, টেক্সাস কংগ্রেসম্যান আল গ্রিন বেরিয়ে যাওয়ার পর ট্রাম্প বলেন, আমার সামনে উপস্থিত ডেমোক্র্যাটদের দিকে একপলক তাকিয়েই আমি বুঝতে পারছি, আমি যাই কিছু করি না কেন, তারা কোনও কিছুতেই খুশি হবেন না বা তাদের মুখে হাসি ফুটবে না।

হাউজ অব রিপ্রেজেনটেটিভসের যেখানে দাঁড়িয়ে ট্রাম্প তার ভাষণ দিয়েছেন, সেই ক্যাপিটল হিলে বাইডেনের কাছে পরাজয়ের পর হামলা চালিয়েছিলেন ট্রাম্প ভক্তরা। এবার ক্ষমতায় এসেই দোষী সাব্যস্ত সবাইকে তিনি মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন।

নিজের বক্তব্যে ধনকুবের ইলন মাস্কের ভূয়ষী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের আদেশে প্রতিষ্ঠিত স্বাধীন পরামর্শক প্রতিষ্ঠান সরকারি সক্ষমতা বিভাগের (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) নেতৃত্ব দিচ্ছেন মাস্ক। ডোজের পরামর্শে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত লাখখানেক কর্মী ছাঁটাই করেছে। এছাড়া, বৈদেশিক সহায়তায় কোটি কোটি ডলার স্থগিতসহ রাষ্ট্রীয় বিভিন্ন খাতেও তহবিল আটকে রাখা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন,শত শত বিলিয়ন ডলারের জালিয়াতি চিহ্নিত করে যথাযথ পরামর্শ দিয়েছেন মাস্ক। যদিও তার এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ নেই।